সহজে আয়ের সাইট বা ক্লিক করে আয়ের জন্য paidtrust এবং Paidverts
পোস্ট বার দেখা হয়েছে
বিজ্ঞাপনে ক্লিক করে
আয় বা
পিটিসি সাইটগুলির
মধ্যে একটি
নির্ভরযোগ্য সাইট PaidTrust।
যারা ক্লিক
করে আয়
বা এধরনের
সহজে আয়ের
খোজ করেন
তারা হয়ত
এই সাইটের
বিজ্ঞাপন দেখে
থাকবেন।
অন্যান্য পিটিসি
সাইটের মত
এখানেও বিনামুল্যের
সদস্য হয়ে
আয় করা
যায়, টাকা
দিয়ে সদস্য
হয়ে আয়
আরো বাড়ানো
যায়।
সেইসাথে রেফারেল
ক্লিক, রেফারেল
ভাড়া করা
ইত্যাদির মাধ্যমে আরো বেশি
আয় করা
যায়।
আপনি ইচ্ছে
করলে প্রতিদিনের
আয় উঠিয়ে
নিতে পারেন।
তাদের প্রাথমিক সদস্য
হওয়া যায়
বিনামুল্যে কিন্তু কারো রেফারেন্স ছাড়া
সদস্য হওয়া
যায় না। নাম
পরিবর্তনের বিষয়টিও ভাল উদাহরন না। কাজেই
এটা ব্যবহার
করবেন কি-না একথায় সহজ উত্তর
হতে পারে,
সাবধানে থাকা
ভাল।
সাধারনভাবে কোন পিটিসি
সাইট সম্পর্কে
সবসময়ই বলা
হয়েছে তারা
কতদিন ধরে
কাজ করছে
জেনে নিশ্চিত
হবেন। তাদের
ওপর নির্ভর
করা যায়
কি-না। সেতুলনায়
আমি PaidTrust এ একেবারে নতুন। তারপরও
এই সাইট
উল্লেখ করা
হচ্ছে অন্য
বিষয়গুলির কারনে।
একাউন্টে ১ সেন্ট
জমা হলেই
টাকা উঠানো
যায়।
কাজেই অনেক
টাকা জমা
হওয়ার পর
টাকা পাওয়া
যাচ্ছে না
এধরনের কিছু
ঘটার সম্ভাবনা
কম।
আমার এখানেই সদস্য
হওয়ার আরেকটি
বড় কারন,
প্রতিদিন ৬
থেকে ৭
সেন্ট আয়
করা যায়
এবং সাথে
সাথে পেমেন্ট
করে থাকে। তাদের
সুবিধের মধ্যে
রয়েছে আনলিমিটেড
রেফারেল ব্যবহারের
সুযোগ।
সাধারনভাবে প্রতিদিন ২০ তা ক্লিক
করতে হয়,
এতে ৫
সেন্ট আয়
হবে, এবং
১ সেন্ট
আয় হবে
BuxBonus ক্লিক করে কেপচার এন্ট্রি
করে আর
বাকি একসেন্ট
আয় হবে
Play AdGrid দেখে।
ব্যবহারের নিয়ম অন্যান্য
পিটিসি সাইটের
মতই।
নিজের ইমেইল
এড্রেস দিয়ে
আবেদন করবেন। ফরম
পুরনোর সময়
লগিন নেম,
পাশওয়ার্ড, নিজের নাম ইত্যাদি দেবেন।
ক্লিক করার জন্য
লগিন করে
বাম পাশের
মেনুতে Get paid to এর নিচে
View Advertisements ক্লিক করলে ক্লিক
করার জন্য
বিজ্ঞাপন পাওয়া
যাবে।
এবং বাকি
আয়ের জন্য
লক্ষ করলে
দেখবেন View Advertisements এর নিচের দিকের Play AdGrid
BuxBonus দেখতে পাবেন। বিজ্ঞাপনে
ক্লিক করলে
৩০ সেকেন্ড
অপেক্ষা করতে
হবে এবং সেটা ওপেন হওয়ার
পর ২
সংখ্যার একটি
শব্দ পাওয়া
যাবে।
সেটা টাইপ
করে ভেরিফাই
করতে হবে।
paidtrust টাকা দেয় perfectmoney OKPAY এর পদ্ধতিতে। কাজেই টাকা
পেতে সমস্যা
হওয়ার কথা
না। জয়েন করতেএখানে ক্লিক করেন এবং আমার পেমেন্ট প্রুভ
দেখতে পারেন।
Paidverts (পেইডভার্টস ) নিয়ে আগেই এই ব্লগে কয়েকটি পোস্ট আছে যা এখান থেকে দেখেনিতে পারেন (এখানে ক্লিক করুন / Paidverts)অথবা paidverts সাইট থেকে ডলার হাতে পাইলাম অথবা PaidVerts। তাই আজকে আর Paidverts নিয়ে কিছু লিখলাম নাহ।