অনলাইনে আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হল ব্যানার এড

পোস্ট  বার দেখা হয়েছে
ব্যানার ads হল কোন ওয়েবসাইটে বা ব্লোগে অন্য কোন প্রতিষ্ঠান,পন্য বা সেবার ব্যানার বিজ্ঞাপন থাকা অর্থাৎ আপনার blog/website ভিজিটর বেশী থাকলে আপনি অন্য কোন প্রতিষ্ঠান,পন্য বা সেবার প্রচার ঘটিয়ে তাদের কাছ থেকে টাকা নিতে পারেন সাধারনত প্রথম আলো,পিসি হেল্পলাইনের মত সাইট/ব্লোগে সেধরনের বিজ্ঞাপন দেখা যায় ব্যানার এড থেকে লাভের অঙ্কটাও বেশ মোটা

ইন্টারনেটে অনেক থার্ডপার্টি আছে যারা আপনাকে ব্যানার এডের জন্য পার্টি খুজে দিবে কিন্তু সব থেকে বড় সমস্যা হল আপনাকে তারা খুব কম পরিমানের টাকা পে করবে তাই সব থেকে বেটার হয় নিছের প্রদ্ধতি-১ অনুসরণ করা এছাড়া আপনি আপনার সাইটের ব্যানারের নিচে বা ফুটারে ” advertise with us ” বা বিজ্ঞাপন রেটবা আপনার নিজের মত করে টাইটেল দিয়ে একটা পেজ তৈরি করে সেখানে বিজ্ঞাপন মূল্য তালিকা দিয়ে দিতে পারেন এক্ষেত্রে কোথায় কোথায় বিজ্ঞাপন বসাবেন , প্রতিটা ব্লকের সাইজ কত হবে এবং বিজ্ঞাপনের মূল্য তালিকা দিতে পারেন এছাড়া ভাল ভাল প্রতিস্ঠানে সরাসরি গিয়ে বিজ্ঞাপন নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনাকে আপনার সাইটের ভিজিটর আসার প্রমান সরূপ Google analytics এর সাহায্য নিতে হতে পারে। যদি আপনার সাইট সেইরকমের পপুলার না (প্রতিদিন ২৫ হাজারের কম ভিজিটর) হয় তবে তার জন্য আপনাকে থার্ডপার্টিকেই বেছে নিতে হবে আমাদের দেশের গ্রীন-রেডনামে একটা এডভার্টাইজিং সাইট আছে যারা বেশ কিছু দিন যাবৎ এই ধরনের বিজ্ঞাপন খুজে দিচ্ছে তারা ব্রাক-ব্যাংক , এয়ারটেল থেকে শুরু করে ডুরেক্সের বিজ্ঞাপন প্রকাশ করে। আপনাকে তাদের সাইটে গিয়ে এপ্লাই করতে হবে যদি তারা আপনাকে তাদের পার্টনার করে তবে আপনিও গ্রীন-রেড থেকে আয় করতে পারবেন এখন কথা হচ্ছে এড পাবেন কোথায়। এড সাধারনত দুভাবে পেতে পারেন,কিভাবে আপনার সাইটের জন্য এড পাবেন তার কিছু ধারনা তুলে ধরছি

প্রদ্ধতি-১:অ্যাড নিজে খুজে নেয়া
আমি আগেই বলেছি ব্যানার এড থেকে আয়ের সবচেয়ে উত্তম দিক হচ্ছে সরাসরি বিজ্ঞাপনদাতাদের সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন বসানো। অর্থাৎ আপনি যে কোম্পানীর হয়ে প্রচার করতে চান তাদের সাথে যোগাযোগ করুন। তাদেরকে জানান যে,আপনার সাইটে এড দিলে তারা কি কি বিষয়ে বেশী লাভবান হতে পারবে। আপনার সাইটের প্রতিদিনের ভিজিটরের হিসাব তাদের দিয়ে দেন। তারা আপনার সাইটে এড দিতে আগ্রহী হলে তাদের সাথে আপনার আথিক চুক্তি সম্পাদনা করে কাজ শুরু করে দিন।

প্রদ্ধতি-২:তৃতীয় পক্ষের সাহায্য নেয়া
যদি এমন হয় যে আপনার সাইটের ভিজিটর তুলনামূলক কম অর্থাৎ এডদাতাদের চাহিদার চাইতে কম তাহলে কি করবেন?হ্যা এরকম দিক চিন্তা করে কিছু কোম্পানী তৃতীয় পক্ষ হয়ে কাজ করে থাকে। তারা আপনাকে এড খুজে দিবে। এতে লাভ একটু কম হবে,কম হবারই কথা কারন তারা আপনাকে এড খুজে দিবে তার বিনিময়ে তারাও কমিশন নেবে। তবুও বিষয়টি খারাপ না।
এরকম কয়েকটি তৃতীয় পক্ষ হচ্ছে-
তাদের সাইটে আপনাকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এপ্লাই করে আপনার সাইটের তথ্য জমা দিতে হবে । তাদের একজন এডমিন আপনার আবেদন  ভ্যারিফাই করবে । যদি আপনার সাইট তাদের স্কেলে পাশ করে যায় তবে আপনি তাদের দেওয়া বিজ্ঞাপন আপনার সাইটে প্রকাশ করতে পারবেন ।তারাও প্রতি হাজার
বারের বিজ্ঞাপন ইম্প্রেসের জন্য আপনাকে টাকা দিবে








পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network