ফ্রী ডোমেইন এবং সি পেনেল হোস্টিং
পোস্ট বার দেখা হয়েছে
নতুন যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক তাদের
অনেকেরই ধারনা অনলাইনে কাজ করতে হলে নিজস্ব একটি ওয়েবসাইট লাগবে ।আর ওয়েবসাইট করতে
হলে একটি ডোমেইন এবং হোস্টিং লাগবে এতে অনেক খরচ ।অবিশ্বাস্ব হলেও সত্য অনলাইনে
কাজ করতে হলে নিজস্ব ওয়েবসাইটের প্রয়োজন নেই । যদি মনেকরেন একটি ওয়েবসাইট জরুরি
তাহলে আপনি বিনামুল্যেডোমেইন এবং হোস্টিং পাবেন যাহা সারাজীবন ব্যাবহার করতে
পারেন। যেমনঃ www.byethost.com , www.webs.com , ইত্যাদি এই সকল সাইটে ফ্রী ডোমেইন গ্রহণ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে
একটি সাইট ডিজাইন করে হোস্ট করলেই ডোমেইনটি আপনার হয়ে যাবে।
আজ এই পর্যন্ত অন্য কোনদিন সময় পেলে আবার ফ্রী
ডোমেইন এবং সি পেনেল হোস্টিং এর বিস্তারিত আলাপ করব ।এছাড়া ইন্টারনেটে আয়ের অন্যান্য
বিষয় নিয়ে নিয়মিত আয়োজন করে আসছে IncomeLearning Methods ।