পেইড টু ক্লিক PTC নিয়ে বিস্তারিত (paid to click)

পোস্ট  বার দেখা হয়েছে
যারা ইন্টারনেট ব্যবহার করে সহজে আয় করতে চান তাদের কাছে পিটিসি অত্যন্ত আকর্ষনীয় বিষয়। অন্তত তাত্বিক ভাবে কাজটি খুব সহজ। নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করবেন, নির্দিস্ট লিংকে ক্লিক করবেন। আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে। আয়ের এরচেয়ে সহজ পথ হয়না।

বাস্তবে এই পদ্ধতির পেছনে অন্য অনেকগুলি বিষয় জড়িত। যদি এইকাজে হাত দিতেই চান তাহলে সেটা জেনে নেয়াই ভাল।

প্রথম কথা, ক্লিক করলে আপনাকে টাকা দেবে কেন ? কে দেবে ?
বর্তমান বিশ্ব চলে বিজ্ঞাপনের জোরে। আর ইন্টারনেট বিজ্ঞাপনের বিশাল যায়গা। এরই মধ্যে ছাপানো বিজ্ঞাপনকে ছাড়িয়ে গেছে ইন্টারনেট বিজ্ঞাপন। সব ধরনের কেনাকাটা করা যায় ইন্টারনেট ব্যবহার করেই, কাজেই সেই বিবেচনায় ইন্টারনেট বিজ্ঞাপন সুবিধেজনক।

এখানেও রয়েছে প্রতিযোগিতা। আপনি কোন একটি বিষয়ে বিজ্ঞাপন দিলেন গুগলের মাধ্যমে, আরেকজনও দিল একই বিষয়ের বিজ্ঞাপন। গুগলের সার্চলিষ্টে কোনটি প্রাধান্য পাবে ?

গুগলের ফর্মুলা অনুযায়ী যে সাইট মানুষ বেশি ব্যবহার করে সেই সাইট। আর এখানেই ক্লিক করার বিষয়টি গুরুত্ব পায়।

কোন বিশেষ সাইটে যদি ভিজিটর বেশি যায় তাহলে তারা স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে। আর যার ভাগ্যে সেটা ঘটে না সে ভাড়া করা মানুষ দিয়ে তার লিংকে ক্লিক করিয়ে নিতে পারে। আপনি যখন পিটিসি লিংকে ক্লিক করবেন তখন আপনি সেই ভাড়াকরা ক্লিককারী। প্রতি ক্লিকের জন্য পেতে পারেন কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত। যত বেশি ক্লিক তত বেশি টাকা।

এজন্য আপনাকে যা করতে হয় তা হচ্ছে, পিটিসি সেবা দেয় এমন কোন সাইটে গিয়ে তাদের ফরম পুরন করে সদস্য হওয়া। সদস্য হলে আপনি একটি একাউন্ট নাম এবং পাশওয়ার্ড পাবেন।


কাজ করার জন্য নিজের একাউন্টে ঢুকতে হবে। বিভিন্ন সাইটের কাজ করার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে মুল পদ্ধতি মোটামুটি একইরকম। আপনি সেখানে এড দেখতে পাবেন যেখানে। এগুলিতেই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য কয়েক সেকেন্ড সময় পাবেন (ধরুন ৩০ সেকেন্ড)। ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, ক্লিক কনফার্ম মেসেজ না পাওয়া পর্যন্ত।

কতগুলি ক্লিক করার সুযোগ পাবেন সেটা নির্দিস্ট করা থাকবে এবং নির্ভর করবে তাদের ওপর। হয়ত একদিনে ২০টি ক্লিক করার সুযোগ পেলেন, আরেকদিন আদৌ পেলেন না। ক্লিক করার কোটা শেষ হলে আপনার হিসেব জেনে নিতে পারেন সেখান থেকেই।

আপনি টাকা কিভাবে পাবেন সেটা আপনাকেই ঠিক করে দিতে হবে। পে-পল এর মত কোন সার্ভিসের একাউন্ট করে সেটা ব্যবহার করতে পারেন। এবিষয়ে অন্যযায়গায় লেখা হয়েছে। মোটামুটি এটাই নিয়ম।

এবারে সবচেয়ে গুরুত্বপুর্ন প্রশ্ন, এধরনের সাইটের ঠিকানা কি ?
সাইট আপনাকেই খুজে নিতে হবে গুগল সার্চ করে। কারন অনেকগুলি। অনেক সময়ই এধরনের সাইট কিছুদিন পর উধাও হয়ে যায়, সার্ভিস বন্ধ করে দেয় (তারাও অন্যের ওপর নির্ভরশীল), এমনকি আপনার নামে টাকা জমা হওয়ার পর সেটা না পাওয়ার ঘটনা ঘটার অভিযোগও রয়েছে।

একথা ঠিক, এই পদ্ধতিতে অনেকে আয় করেছেন, করছেন। যদি এপথে আয় করতেই চান তাহলে নির্দিষ্ট সাইট খুজে বের করার মত সামান্য কাজটুকু করবেন না কেন ? সুবিধেমত একটি সাইট পেলে যখন দিনে কয়েক মিনিট সময় ব্যয় করে বাংলাদেশি টাকায় হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।

এই মুহুর্তেই আয় শুরু করতে পারেন নির্ভরযোগ্য সাইট -->>paidverts<<-- এবং -->>trafficmonsoon<<-- এবং -->>legendclicks<<--  থেকে।

PaidVerts


Share Up To 110 % - 10% Affiliate Program


 

 এখন আসুন paidverts এর বিস্তারিত জানতে ==>>এখানে ক্লিক করুন<<== এবং trafficmonsoon বিস্তারিত জানতে  ==>>এখানে ক্লিক করুন<<==  এবং legendclicks বিস্তারিত জানতে  ==>>এখানে ক্লিক করুন<<== । 

কিছু কথা

TrafficMonsoon Bannerপ্রথমেই বলবো, যে কোন পিটিসি  সাইট থেকেই  আয় করা সম্ভব নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে। এখন বলবো প্রতিযোগিতার এই যুগে ইনকাম বা আয় বাড়ানোর  জন্য মানুষ অনেক,অনেক ধরনের পদ্ধতি অনুসরন  কাজ করে থাকে। কেউ সফল হয় কেউবা বিফলে ঐ পথ বদলে অন্য পথে রওনা দেয়। এখন অনলাইনে আয় একটি জনপ্রিয় উপায়। এই পদ্ধতিতে তরুন, তরুনী, যুবক, যবতীরা বেশ আগ্রহ দেখাচ্ছে এবং অনেকেই সফল হচ্ছে। অনলাইনে আয়ের অনেক পদ্ধতি রয়েছে যার মধ্যে পিটিসি সাইটে একটি পদ্ধতিতে আয় করা যায়। বর্তমানে বিভিন্ন ব্লগে অনলাইনে আয় সংক্রান্ত পোস্ট লিখা হয়। কিন্তু অধিকাংশ লেখাগুলোই পরিপূর্ণ নয় যে কারনে তাদের দেওয়া পদ্ধতি সঠিক হওয়া সত্তেও না বুঝার কারণে অনেকেই তা অনুসরণ করে সফল হচ্ছেনা। এছাড়া মানুষ এখন সময়ের মূল্য দিতে শিখেছে, তাই সময় বাঁচাতে মানুষ অনলাইন শিপিংয়ের দিকে ঝুকে। অনেকে ধর্যের অভাবে পিটিসি সাইট থেকে আয় করতে পারেনা। তাই সময় বাচাতে অল্প কিছুদিন কাজ করে বাদদিয়ে অন্য পদ্ধতি ধরে। কিন্তু তাতে সময় ও অর্থ আরও বেশি ব্যায় হয়। তবুও সফল হতে পারে না। শেষে তারা এখান থেকে অর্থাৎ পিটিসি থেকে বিদায় নেয়। তাই আসুন সঠিক নিয়মে ধর্য ধরে কাজ করে অনলাইনে আয় করি। এই ব্লগেই  পিটিসি সাইট নিয়ে অনেক  আলোচনা রয়েছে।


আরেকটি কথাঃ আপনার বিষয় বস্তু নিয়ে এই ব্লগে লিখতে পারেন, এরেই সাথে আপনার রেফার লিংক সহ কারে পোস্ট করতে পারবেন। সুতারাং আর দেরি না করেই আজেই এই ব্লগে লেখার জন্য  Register করুন। 

এই ব্লগের লেখক হতে চাইলে "Join" এ ক্লিক করে  ফ্রম পুরন করুন, তাহলে আপনাকে ইনভাইটেশন পাঠানো হবে।







পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network