যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন।

পোস্ট  বার দেখা হয়েছে
আমরা অনেকেই ভাইরাসের ফলে আক্রান্ত পেন-ড্রাইভের Hidden ফাইল ওপেন করতে পারি না। কিংবা অনেক সময় দেখা যায় আমাদের পেন-ড্রাইভ এ virus attack এর ফলে file গুলো দেখা যায় না। তবে পেন-ড্রাইভের উপরে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজে গেলে দেখা যায়, পেনড্রাইভে কিছু ডাঁটা আছে অর্থাৎ পেন-ড্রাইভ কিছু মেমোরি দখল করে আছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য কোন সফটওয়্যার ব্যাবহার না করেই  নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেন-ড্রাইভের লুকানো ফাইল উদ্ধার করুনঃ 

১।  প্রথমে আপনার "পেনড্রাইভ"  ইউএসবি পোর্টে লাগান।
২। এরপর "windows+R" একশাথে চেপে run open করুন।
৩। এরপর এতে লিখুন "cmd" এবং "Ok" তে ক্লিক করুন।

চিত্র-১ঃ 

৪। তারপর আপনার পেন ড্রাইভ এর লেটার লিখে "Enter" চাপুন। মনে করি, পেন ড্রাইভ এর লেটার "i" তাহলে i লিখে Enter চাপুন।  ঠিক এইভাবেঃ i: 
৫। এরপর attrib -s -h /s /d *.*   লিখে Enter চাপুন।

চিত্র-২ঃ

টিপসঃ পেনড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার রাখলে সেগুলো জিপ করে রাখবেন। সাধারণত জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। 






পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network