কিভাবে আমার ব্লগের মতো আপনার ব্লগার ব্লগেও যুক্ত করবেন Disqus কমেন্ট বক্স
পোস্ট বার দেখা হয়েছে
বর্তমান সময়ে "Disqus" এর জনপ্রিয় একেবারে শীর্ষে। শুধু আমি না অনেক বড় বড় ওয়েব সাইট
এই কমেন্ট সিস্টেম ব্যবহার করছে। এই কমেন্ট সিস্টেমে অনেক দারুন সুবিধা আছে যেমনঃ
আপনি ইছে করলে ফটো কমেন্ট করতে পারবেন ফেসবুক এর মতো, সুন্দর ভাবে
রিপ্লাই করতে পারবেন তার জন্য রিপ্লাই বাটন আছে, আপনার কমেন্ট কত জন এর ভালো লাগলো সেই
জন্য লাইক বাটন আছে। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনি ইছে করলে "Disqus" রিসিন্ট
কমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন ঠিক আমি যেমন অ্যাড করেছি এর জন্য আমার নীচের
পোস্ট দেখুন।
➥ চলুন তাহলে এবার শুরু করা যাক কিভাবে আপনার ব্লগে এই কমেন্ট সিস্টেম অ্যাড
করবেন।
>> এবার "Add
Disqus to Your Site" বাটন এ ক্লিক করুন। নীচের চিত্রে দেখুনঃ
>> এবার একটি
ফর্ম আসবে সেখানে আপনার বিস্তারিত সব কিছু দিয়ে দিন। যেমনঃ নাম দিন , ইমেল দিন , পাসওয়ার্ড
দিন তারপর "Next Step" এ ক্লিক করুন।
নীচের চিত্রে দেখুনঃ
>> এবার আর একটি
নতুন পেজ আসবে সেখান থেকে "Site Name" এর যাইগাই
আপনার সাইট নাম বসান
,"Disqus
URL" এর যাইগাই "disqus
URL" বসান । "Category" থেকে আপনার
ব্লগ কোন বিষয়ের উপর সেটা সিলেক্ট করুন। নীচের চিত্রে দেখুনঃ
৫>> এবার যে পেজ
আসবে সেখান থেকে আপনাকে "Platform" সিলেক্ট করতে হবে। আমারা যেহেতু ব্লগার
ব্লগে অ্যাড করবো তাই "Blogger
Logo" তে ক্লিক করুন। নীচের চিত্রে দেখুনঃ
>> এবার যে পেজ
আসবে সেখান থেকে আপনি প্রথম মানে ১ নাম্বারে ক্লিক করুন মানে Add আপনার
সাইট to my Blogger site এ ক্লিক করুন। নীচের চিত্রে দেখুনঃ
৭>> ব্যাস এবার আপনাকে আপনার ব্লগে যুক্ত করতে হবে। এবার
যে পেজ আসবে সেখান থেকে Select
a blog থেকে আপনি কোন ব্লগে এই কমেন্ট সিস্টেম যুক্ত
করতে চান সেটা সিলেক্ট করুন। তারপর Add
Widget এ ক্লিক করুন। নীচের চিত্রে দেখুনঃ
৮>> ব্যাস এবার
আপনার ব্লগে গিয়ে দেখুন আশাকরি আপনার ব্লগে disqus কমেন্ট
সিস্টেম যুক্ত হয়ে গেছে। আপনি আরেকবার ৬ নাম্বার স্টেপ এ যান। তারপর ২ নাম্বার
থেকে Import
বাটনে ক্লিক
করুন। নীচের চিত্রে দেখুনঃ
৯>> এবার যে নতুন পেজ আসবে সেখান
থেকে Import comments from Blogger এ ক্লিক করুন। নীচের চিত্রে দেখুনঃ
১০>> এবার যে পেজ আসবে সেখান থেকে Grant
access বাটন এ ক্লিক করুন। নীচের চিত্রে দেখুনঃ
১১>> এবার আপনার ব্লগ সিলেক্ট করে Import এ ক্লিক করুন। নীচের দেখুনঃ
১২>> ব্যাস কাজ শেষ এবার ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলবে , কিন্তু আপনি
কমেন্ট ফর্ম ব্যবহার করতে পারবেন এই নীচের স্টেপ গুলো করার কারন গুগল অনুমদন করার
জন্য।
আরও ভালোভাবে জেনে নেন ভিডিও টি দেখেঃ https://www.youtube.com/watch?v=bJhK5vnEwoo