কিভাবে ব্লগ পোস্ট এর কাজ করবেন (How to blog post ideas)

পোস্ট  বার দেখা হয়েছে
নতুন যারা  মাইক্রোওয়ার্কার্স এ কাজ করতে আসেন তাদের প্রথমে চোখ যায় বড় বড় কাজের দিকে যেমন ফোরাম পোস্ট, ইয়াহু উত্তর এবং ব্লগ পোস্ট। আজকে দেখাব কিভাবে ব্লগ  পোস্ট এর কাজ করবেন।

মাইক্রোওয়ার্কার্স এ অনেক ব্লগ পোস্টিং এর কাজ আছে এবং যা দিয়ে ভাল পরিমান টাকা ইনকাম করা যায়। অনেক নতুন ওয়ার্কার্স এই কাজ টি করতে ইচ্ছুক। আসলে ব্লগ পোস্টিং কাজ করার জন্য আপনার নিজের ব্লগ থাকা লাগবে এবং তা অবশ্যই .com .net ,org হতে হবে এর সাথে পেজ রেঙ্ক থাকতে হবে। আপনার যদি নিজের ব্লগ থেকে থাকে তাহলে আপনি ব্লগের কাজ করতে পারবেন।

ব্লগ পোস্টঃ আমরা সাধারণত ব্লগ এ ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করে থাকি। এবং এইটা দিয়ে লগিন করা, কাজ করা খুব সহজ। ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে আপনি নিছের ছবির মতো লগিন প্যানেল পাবেন।


 জাদের পার্সোনাল ব্লগ এবং ওয়ার্ডপ্রেস আছে তারা শুদু ব্লগের কাজ করতে পারবেন। লগিন করার পর আপনি যেকোনো বিষয় এর উপর পোস্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস  এ লগিন করার পর আপনি সাধারণত ড্যাশবোর্ড পাবেন। আপনাকে পোস্ট করতে হলে অবশ্যই  ড্যাশবোর্ড ওপেন করতে হবে।। ড্যাশবোর্ড এর বাম পাশে লক্ষ্য করুন। পোস্ট "post" নামে একটি টুল দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। আপনার ব্লগ এ পোস্ট থাকলে তা দেখতে পাবেন, এবং নতুন ভাবে পোস্ট করলে "Add New" তে ক্লিক করুন। এখন ২টি বক্স দেওয়া আছে যার একটি Title নামে অন্নটি Content নামে। আপনি যে বিষয়ে পোস্ট করতে চান তা Title বক্স এ লেখুন এবং যেইটি সম্পর্কে লেখতে চাইবেন তা  Content বক্স আ লেখুন। নিচের চিত্র দেখুন.........



এইখান থেকে আপনি পোস্টের মধ্য খুব সহজে Link, photo, image সহ Bold, Underline korar অপশন পাবেন। টাইটেল এবং কনটেন্ট লেখার পরে পাবলিশ এ ক্লিক করলে আপনার পোস্ট পাবলিশ হয়ে যাবে। নিচের চিত্র দেখুন......


আসুন এইবার কিভাবে পোস্টের মধ্য লিংক বসাবেনঃ  অনেক সময় এমপ্লয়ার একটি লিংক এবং Anchor Text দিয়ে লিংক তৈরি করতে বলে। যেমনঃ

লিঙ্কঃ http://income2earning.blogspot.com/

Anchor Text: Income Learning Methods

এখানে  আপনি HTML code ব্যাবহার করে লিংক তৈরি কররতে পারবেন।

<a href="http://income2earning.blogspot.com/">Income Learning Methods</a>

পাবলিশ করার আগেঃ


পাবলিশ করার পরেঃ

পরবর্তীতে নিয়ে আসব কিভাবে ব্লগরোল এর কাজ করবেন।







পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network