Microworkers- সাইটে যারা Forum এর কাজ করতে চান, তাদের জন্য কিছু Forum এবং Cheetuh জব এর নতুন নীতিমালা ।

পোস্ট  বার দেখা হয়েছে
অনেকেই Cheetuh জব নিয়ে সমস্যায় আছো কিছু কোড পাওয়া যাচ্ছে আবার কিছু পাওয়া যাচ্ছে না, কিছু রুল আনুসরন করলে ইনশাআল্লাহ সবগুলা কোড ই পাওয়া সম্ভব।


১। . একটা ডোমেইন এ টার বেশি পোস্ট করা যাবেনা ।

২।  একটি ডোমেই এ একবারে ৪ টা পোস্ট করার পর ৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে পরবর্তী পোস্ট করার জন্য। অর্থাৎ একই ফোরাম এ প্রতি ৬ ঘণ্টা পরপর ৪ টা করে পোস্ট করা যাবে।


৩। খেয়াল রাখতে হবে যেন পোস্ট গুলা  ইউনিক হয় অর্থাৎ কোনও জাইগা থেকে কপি পেস্ট করলে কোড পাবেন না।


৪।  পোস্ট লেখার সময় খেয়াল রাখবেন যেন ডুফলো লিঙ্ক টা পোস্ট এর মাঝে কোথাও রাখার চেষ্টা করবেন কখন যেন পোস্ট এর প্রথমে বা শেষে না হয়। তা না হলে কোড পাবেন না।

৫।   পোস্ট এর লেখা অবশ্যই ৫০ শব্দের বেশি হতে হবে তা না হোলে কোড পাবেন না।

 ৬। নিচে কিছু ডোমেইন এর ঠিকানা দিলাম।   এখান থেকে আপনারা নিজেরাই পসন্দ মত নাম দিয়া ফোরাম তৈরি করে নিতে পারবেন। তবে আপনার তৈরি করা ফোরাম দিয়ে “Cheetuh”   ফোরামের কাজ করতে পারবেন না।
উদারনস্বরূপ “Forum: Post + Link to #qE8W0NU ” এই ধরণের কাজগুলো করতে পারবেন না। যে গুলো করতে পারবেন, “Forum: Post + Link to Website”  যদি PR0 থেকে PR7 উল্লেখ না থাকে

  1.                 www.freeforums.biz/
  2.                 www.n6.nabble.com/
  3.                 www.takeforum.com
  4.                www.forumup.com/
  5.                www.lefora.com/
  6.          www.freeforums.org/

আশা করি এখান থেকে আপনাদের ইচ্ছা মত ফোরাম অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। 






পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network