পেশা হিসেবে SEO/ Search Engine Optimization-কে বেছে নেয়ার ভালমন্দ তুলে ধরা হচ্ছে এখানে।

পোস্ট  বার দেখা হয়েছে
বর্তমানে কম্পিউটার এর যুগে সব কিছু যেন সহজ হয়ে গিয়েছে সব কিছু যেন মুহূর্তে পেয়ে যাচ্ছি  তাই যুগের সাথে তাল মিলিয়ে আজ এই পেশায় নিয়জিত আছে অনেকে। তেমনি একটি পেশা হচ্ছে "SEO/ Search Engine Optimization"  সার্চ ইঞ্জিন  অপটিমাইজেশন।  আজ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই পেশায় নিয়োজিত থেকে অনেকে নিজের ভাগ্য বদলিয়েছেন।তারা আজ সকলে সফল ফ্রীলান্সার আবার কেও সফল উদ্যোক্তা 
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO/ Search Engine Optimization) বা এসইও ব্যবহার করা হয়  ওয়েবসাইটের প্রচারবাড়ানোর জন্য। অনেকে এই কাজের জন্য অর্থ ব্যয় করেন। কোথাও কোথাও এসইও(SEO)ম্যানেজার বলে পদও রয়েছে।

এসইওকে পেশা হিসেবে বিবেচনা করার সময় মনে রাখা প্রয়োজনএটা পৃথক কোন কাজ না। ওয়েব ডেভেলপার-ব্লগাররাসবসময়ই এগুলি ব্যবহার করেন।  সহজ কথায়নিজে ব্লগার-ডেভেলপার না হয়ে   বেশি আশা  করতে পারেন না।  যদিওফেসবুক এর মত সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করে আয়ের সুযোগ রয়েছেসেটা সীমিত। 
আইটি প্রফেশনাল হিসেবে  যে আয়ের হিসেব করা হয় সেতুলনায় নগন্য। বরং এজন্য যে সময়-শ্রম  ব্যয়  করতে  হয় সেটা অন্যকাজে ব্যয় করলে  আয়ের  সম্ভাবনা বেশি।

বিষয়টি অন্যভাবে দেখা যাক। কোন কোম্পানী এসইও (SEO/ Search Engine Optimization) কাজের জন্য  কাউকেখোজ করলে তার বাস্তব অভিজ্ঞতা খোজ করবেন। অন-পেজ অপটিমাইজেশন সম্পর্কে কিছুটা  ধারনার   ওপর নির্ভর   করবেন না। এই অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজন নিজস্ব সাইট।  নিজস্ব ব্লগ  ব্যবহার করার সময় সুযোগ থাকে নানাভাবে এসইও পদ্ধতি ব্যবহার করে  কিভাবে ভাল ফল  পাওয়া  যায়   যাচাই করা।

বাস্তবতা হচ্ছে অধিকাংশ প্রতিস্ঠানের এসইও নিয়োগ সম্পর্কে ধারনা নেই। ফলে বিষয়টি এখনও পদ হিসেবে বিবেচিত হয় না। আগামীতেও হওয়ার সম্ভাবনা খুব কম। একথা বলার কারন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এসইও নামে কোন বিষয় পড়ানো হয় না (সম্ভবত)

বিপরীতভাবেখুব বড় ধরনের প্রতিস্ঠান বিষয়টিকে গুরুত্ব দেয়।  যারা এই পেশায় কাজ করেন তাদের আয়ও যথেস্ট। দুটি বিষয়কে একসাথে করলে মুল বক্তব্য হতে পারেপেশা হিসেবে এসইও (SEO/ Search Engine Optimization)   বেছে  নেয়ার সময়  অভিজ্ঞতা  অর্জনের জন্য যথেষ্ট সময় হিসেবের  মধ্যে রাখা ভাল।   কয়েক  বছর ধরে নিজস্ব ব্লগ পরিচালনার অভিজ্ঞতা হওয়ার পর সত্যিকারের আয় আশা করা যায়।


একটি কথা বলে রাখা ভালো শুধুমাত্র (SEO/ Search Engine Optimization) এসইও-কে পেশা হিসেবে উল্লেখ  না করে বরং নিজেকে(blogger) ব্লগার বা (Web Developer) ওয়েব  ডেভেলপার হিসেবে বিবেচনা  করলে আয়ের  সুযোগ এবং নিরাপত্তা বেশি হওয়ার কথা।







পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network