Microworkers এর VCode (Proof) কাজ যেভাবে করবেন

পোস্ট  বার দেখা হয়েছে
আগেই বলে রাখি, যারা microworkers সাইটে কাজ করে থাকেন, তাদের জন্য এই ক্ষুদ্র কাজটি প্রযোজ্য। ইদানীং microworkers সাইটে VCode নামে একটি কাজ দেখা যায়। যেটিতে প্রমান হিসাবে VCode (Proof) চেয়ে থাকে। এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে VCode (Proof) এর কাজ করবেন।

আমি Google+  (VCode) এর একটা কাজ দেখাচ্ছি। সকল Bookmark (VCode) এর কাজ গুলো প্রায় একেই রকম।

১ম ধাপঃ কাজের বিবরন পড়ুন এবং ১ নং স্টেপের লিঙ্কে প্রবেশ করুন । নীচের চিত্র দেখুন.........


২য় ধাপঃ শেয়ারের উপরে মাউস নিন, আপনাকে যে সাইটে ১ নং লিঙ্কটি বসাতে বলেছে, সেই সাইটের নাম খুঁজুন, না পেলে "More" ক্লিক করে সার্চ করে নিতে পারেন। নীচের চিত্র দেখুন.........




এখানে উধাহরন হিসেবে  Google+ সাইটে করা হয়েছে, অন্যান্য সাইটেও প্রায় একই পদ্ধতিতে প্রবেশ করতে পারবেন। যদি লিস্টে না খুঁজে পান তবে, সরাসরি বুকমার্ক সাইটে লগিন করে লিঙ্ক পোস্ট করতে পারেন। তবে যে সাইটে লিঙ্ক বসাতে বলবে অবশ্যই সে সাইটে আপনার অ্যাকাউন্ট লগিন থাকতে হবে।

৩য় ধাপঃ যে সাইটে লিঙ্ক বসাবেন সেই সাইটে ক্লিক করবেন এবং দরকারি বর্ণনা বা মন্তব্য লিখে পোস্ট/শেয়ার/সাবমিট দিবেন। এখানে Google+ এর জন্য শেয়ার ক্লিক করব। নীচের চিত্র দেখুন.........

৪র্থ ধাপঃ এখন দেখবেন আপনার লগিন করা সোশ্যাল সাইটে আপনার লিঙ্কটি পোস্ট হয়ে গেছে। পোস্টটির পাবলিক লিঙ্ক খুঁজে বের করুন এবং কপি করুন। নীচের চিত্র দেখুন.........


 ৫ম ধাপঃ এখন আবার কাজের বিবরণী থেকে VCode (Proof) লিঙ্কে প্রবেশ করুন। নীচের চিত্র দেখুন.........

শেষ ধাপঃ  VCode (Proof) লিঙ্কে প্রবেশ করার  পরে  দুটি ঘর আসবে। সেখান থেকে প্রথম ঘরে আপনার পাবলিক পোস্টটির পাশে যে নাম প্রদর্শিত হয় সেই নাম/ google+  এর ইউজার নাম বসান। শেষ ঘরে "৪র্থ ধাপ ওয়ে" যে পোস্ট লিংক কপি করছিলেন সেই  লিঙ্কটি বসিয়ে সাবমিট করুন।
 নীচের চিত্র দেখুন.........


প্রুফ কোড পেলে MW এর প্রুফ বক্সে জমা দিন।







পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network