ফ্রীলান্সিং মার্কেটপ্লেস নিয়ে কিছু কথা এবং ফ্রীলান্সিং নিয়ে ধারাবাহিক ভাবে বিস্তারিত (freelancing marketplace )

পোস্ট  বার দেখা হয়েছে
বর্তমানে বিশ্বে আউটসোর্সিং এ সফলতার কথা বলে শেষ করা যাবে না। অন্যান্য দেশেরমত আমাদের দেশেও এর থেকে কোন অংশে পিছিয়ে নেই। এ পর্যন্ত যত গুলো ফ্রীলান্স সাইট আছে কোন না কোনটাতে বাংলাদেশিদের সফলতা আছেই, তা বলার অপেক্ষা রাখে না। তারমধ্যে oDesk, freelanceElance ইত্যাদি বড় বড় সাইট গুলো উল্লেখযোগ্য। বিবিন্ন ক্যাটাগরিতে প্রায় কয়েক লক্ষাধিক কাজ করেছে এই সাইট গুলতে। আমরা যারা কাজ করছি এই সাইটগুলোতে এবং মোটামুটি সফল তারা সামনের দিকে আরো সফল হবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের লক্ষ থাকা উচিত নতুনদেরকে সঠিক নিদেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই প্রয়াস নিয়েই আমার ফ্রীলান্সার নিয়ে কিছু লিখা শুরু করা। যতটুকু পারি বাস্তবিকতার আলোকে পুরো ব্যাপারগুলো ধারাবাহিক ভাবে বিস্তারিত জানাতে চেষ্টা করব।









পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network