নতুন যারা অনলাইনে আয় করতে আগ্রহী, তাদের জন্য রয়েছে ছোট ছোট কাজ করে অনলাইন থেকে আয় করার পদ্ধতি ।
পোস্ট বার দেখা হয়েছে
মাইক্রোওয়ার্কারসঃ- ডাটা এন্ট্রি কাজ
যারা করেন তারা ভালো ভাবেই জানেন যে
একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়া কতটা কঠিন। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানলেই এ
ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি
প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে।
এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায়
ভুগতে হয়। প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না
পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলেন। আজকে যে ওয়েবসাইটের সাথে
পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড বা আবেদন করতে হয় না। অর্থাৎ ইচ্ছে
করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করতে পারেন। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটির নাম সবাই জানেন,তারপরও বলছি ।সাইটটি হচ্ছে
মাইক্রোওয়ার্কারস । সাইটটি লিংক এখানে। Micro-workers সম্পর্কে বিস্তারিত
আলোচনা করব অন্য এক সময়ে ।
সামাজিক সাইটঃ- এখন আয় হবে, সামাজিক যোগাযোগ সাইট এর মাধ্যমে। এজন্য আপনার face-book, twitter, YouTube, instagram, stumbleupon ও linkdin অ্যাকাউন্ট লাগবে। সব গুলো না হলে ও ছলবে। তবে সব গুলো অ্যাকাউন্ট
থাকলে আপনি বেশী বেশী আয় করতে পারবেন খুবেই তারাতারি। কাজ গুলো খুবেই সহজ। চলুন কাজ সম্পর্কে জেনে নেই।
কি কি কাজ আছে?
কাজ গুলো হল অতি সাধারণ। ফেসবুক এর কাজ Face-book page Like, dislike, photo post like, photo post comment, কাজ করে। Twitter এর কাজ twitter Follow, tweets,
retweets করে। YouTube এর কাজ YouTube like, dislike, view, play, comment, favorite, subscribe করে। instagram এর কাজ instagram follow অথবা share করে। stumbleupon এর কাজ stumbleupon follow অথবা share করে। website traffic এর কাজ direct traffic, website traffic visit করে,এবং linkdin share করে কাজ করে আয় করা যায়।
সাইট সম্পর্কে ধারনাঃ এই সাইটে টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়। আপনি যত Point কালেক্ট করবেন আপনার Level তত বারবে। আপনি ১০০০০ Point কালেক্ট $1 যোগ হবে। Reference করেও
Point বাড়ানো যায়। এরা আপনাকে earn points/money এর প্রতিটি সেকশন ভিজিট এর জন্য এক থেকে একশত পনের (১-১১৫)পয়েন্ট দিবে। earn points/money এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে।
টাকা প্রদান কিভাবে করে?
সাইটটি টাকা প্রদান করে থাকে Payza, paypal, এ। $1 dollar হলেই আপনি payza এবং paypal এর যে
কোন একটার মাধ্যমে cashout দিতে পারবেন। এরা cashout এর জন্য ৮ দিন সময় নেয় কিন্তু দেখা যায় ৩ থকে ৫ দিনের মধ্যেই পেমেন্ট দিয়ে দেয়।
কিভাবে কাজ করবেন?
প্রথমে এই লিংকে যান। এবার Register এ
ক্লিক করে, যার যার মতন করে বিবরণ দেন। এবং আপনার ইমেইলে একটি লিংক যাবে ঐ লিংকে ক্লিক করে লগইন করুন। এবার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন, এবং অনন্যা
অ্যাকাউন্ট গুলোও লগইন করুন করুণ যদি থাকে। লগইন হলে Earn Free Points/Money ফেসবুক সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন। এবং Fb page সব লাইক শেষ হলে Page টি নিচ থেকে Load More Pages এ ক্লিক করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করে Confirm করুন। প্রতিটি page লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান পয়েন্ট পাবেন। এভাবে সব কয়টি fb page
লাইক শেষ হলে Earn points/money থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যেকাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে। ছাইলে আপনি এক সাথে সব কয়টি কাজ করতে পারেন। যদি উপরের সব কয়টি সাইটে আপনার Account থাকে।