ইন্টারনেটে যাকিছু জনপ্রিয় তারমধ্যে রিভিউ অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়।

পোস্ট  বার দেখা হয়েছে
যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রত্যেকেই কমবেশি কোন বিষয়ে রিভিউ দেখে নেন ইন্টারনেটে রিভিউ পড়া এবং রিভিউ লেখা দুটি একেবারে ভিন্ন বিষয়

রিভিউ সম্পর্কে সাধারনভাবে কিছু ধারনা প্রচলিত কেউ মনে করেন এটা বিক্রির প্রচার, এক ধরনের প্রচারনা এধরনের রিভিউ যখন লেখা হয় তখন পাঠক মনে করেন লেখক হয় কোম্পানীর প্রতিনিধি, লেখক নন যখন টাকার বিনিময়ে রিভিউ লেখা হয় তখন অনেক সময়ই এধরনের বিষয় দেখা যায় কোন পন্যকে অতুলনীয় বলে তুলে করা, আরো প্রচারের জন্য বা টাকা আয়ের জন্য এফিলিয়েশন লিংক ব্যবহার করা, মুল তথ্যে ঘাটতি থাকা ইত্যাদির কারনে সেটা রিভিউ এর বদলে প্রচারনামুলক বক্তব্যে পরিনত হয় স্বাভাবিকভাবেই যিনি সত্যিকারের রিভিউ খোজ করছেন তিনি আকৃষ্ট হন না
রিভিউ লেখার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কি তৈরী হতে পারে ? বিশেষজ্ঞরা বলেন, হতে পারে কিছু বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে এমন রিভিউ লেখা সম্ভব যা পাঠককে ধরে রাখবে


রিভিউ এর উদ্দেশ্য কি:
রিভিউ বিক্রির প্রচারনা না প্রথমেই এই ভুলের বাইরে আসা প্রয়োজন  আপনি লিখে টাকা আয় করবেন, রিভিউ এর কারনে কোম্পানীর বিক্রি বাড়বে এই মুল উদ্দেশ্য নিয়ে ভাল রিভিউ হতে পারে না
কোন ধরনের রিভিউ পাঠক পছন্দ করবে একথা জানার জন্য জানা প্রয়োজন মানুষ রিভিউ খোজ করে কেন বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম কারন থাকলেও সাধারনভাবে কয়েকটি কারনকে চিহ্নিত করা যায়

.        পন্যটি উচুমানের কি-না এবং ব্যবহার সহজ কি-না
.        অন্য পন্যের সাথে তুলনা করলে এর অবস্থান কি এর বিকল্প কি হতে পারে
.        যারা ব্যবহার করেছেন তাদের অভিজ্ঞতা কি
.        শেষ গুরুত্বপুর্ন বিষয়, এর দাম গ্রহনযোগ্য কিনা

এই বিষয়গুলি তুলে ধরে কোন পন্যের রিভিউ লিখলে সেটা পাঠককে আকর্ষন করবে এটাই স্বাভাবিক 






পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network