নতুন Odesk দের হতাশা তাড়ানোর উপায়

পোস্ট  বার দেখা হয়েছে
প্রথম কাজ পাবেন: প্রতম কাজ পাওয়া  বড় সমস্যা। নিচের উপায় গুলো অনুসরণ  করতে পারেন
** প্রথমে কাজ শিখতে হবে। মনে রাখবেন কাজ না জেনে বিড করা মহাপাপ
**প্রফেশনাল মানের একটা প্রোফাইল তৈরি করতে হবে
**এমন কভার লেটার লেখা শিখতে হবে যেন বায়ার আপনার পিছে দৌড়ায়।
**অনেকেই মনে করে কম রেটে বিড করলেই কাজটা পেয়ে যাব। এক সময় আমিও তাই ভাবতাম। কিন্তু আসল ঘটনা হল বায়াররা কম রেটের চেয়ে কম্পেটিটিভ রেট পছন্দ করে। যেমনঃ কোন এক্সপার্ট যদি $১০ কোন কাজ করে তাহলে আপনার উচিত হবে $ বিড করা। এর নিচে কখনোই নয়
** বিড করার সময় দ্রুত বিড করবেন যেন প্রথম ২০ জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আপনিও থাকেন


কিভাবে হতাশা দূর করবেনঃ

অনেকেই ১ম কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন আবার এমন অনেকেই আছেন যারা প্রথম - টি কাজ ভালভাবেই সম্পন্ন করার পর নতুন কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন। প্রথম কাজ না পাওয়ার কারন হল আপনার প্রোফাইল এবং কভার লেটারে সমস্যা আছে সাথে আপনার কপালে একটু প্রব্লেম আছে।
এবার এই লেখার সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই মনে করেন ১ম কাজ ভালোভাবে করে দিতে পারলেই লাইন ক্লিয়ার। তারপর শুধু কাজ আর কাজ। কিন্তু আসল কাহিনী হল এইটা ভুল। আপনি যদি নিজেকে আপডেট না করতে পারেন তাহলে আপনাকে দিয়ে আর হবে না। তবে এইটা ঠিক ১ম কাজ এবং ভালো ফিডব্যাক পরবর্তী কাজ পেতে ভালো সাপোর্ট দেয়। প্রথম -১০ টি কাজ আপনাকে কস্ট করেই নিতে হবে
আপনি - টা কাজ পাওয়ার পর নতুন কাজ না পেয়ে যদি অবসর জীবন যাপন করেন (আমিও এক সময় করেছি ) তাহলে আপনার জন্য পরামর্শ হল ভাইজান আপনার বায়ুতে একটু সমস্যা আছে। আপনার বায়ু পরিবর্তন করতে হবে মানে একটু নির্জনে গিয়ে নিজেকে নিয়ে ভাবুন। আপনার কি কি ঘাটতি আছে সেই জিনিস গুলো খুঁজে বের করুন এবং সেগুল দূর করুন। তারপর ধৈর্য ধরে আবার শুরু করুন
                           
  কাজের রেট যেভাবে বাড়াবেনঃ
আমি একটা জিনিস ফলো করি আপনিও করতে পারেন। সেটা হল ধরুন আপনি একটা কাজ করছেন তাহলে আপনার উচিত হবে নতুন আরেকটি ভালো রেটের কাজের সন্ধান করা (যদি সময় মেইন্টেইন করতে পারেন) যেহেতু আপনি একটি কাজ করছেন তাই আপনার কাছে টাকা আছে তার মানে আপনার হতাশা নেই। ভাবটা এমন হবে যেন - টা কাজ না পাইলেও ব্যাপার না
একটা আজগুবি উপদেশঃ
ফ্রিল্যান্সারদের ফিক্সড কোন ইনকাম নেই। তাই এক মাসে কত ইনকাম করলেন সেটা না ভেবে বাৎসরিক একটা হিসাব নিকাশ করবেন দেখবেন ভাল একটা অ্যামাউন্ট দাঁড়াবে। আর হ্যাঁ কাজ করে কিছু টাকা ব্যাংকে রাখবেন টাকা না থাকলে আবার কিন্তু হতাশা পেয়ে বসে






পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network