কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব

পোস্ট  বার দেখা হয়েছে
প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে
  • 3.3 ভোল্ট
  • 5 ভোল্ট
  • 12 ভোল্ট
কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-
  • কমলা = 3.3 ভোল্ট
  • লাল = 5 ভোল্ট
  • হলুদ = 12 ভোল্ট
পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি
  • 1 হইতে 12
  • 13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য । 
     

 

 

 

বর্ণনাঃ-
  • সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন
  • একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন
  • অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন
  • আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে
  • তাহলে এটি ভাল আছে










পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network