ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার
পোস্ট বার দেখা হয়েছে
ইন্টারনেট ব্যবহার মাত্রই সময় অসময়ে ডাউনলোডের প্রয়োজন হয়। কম বেশি সবাই আমরা ডাউনলোড করতে থাকি। মাঝে মধ্যে দেখা অনেক বড় একটা ফাইল ডাউনলোড করার সময় বিদ্যুৎ চলে গেল বা অন্য কোন সমস্যা হল তখন নতুন করে আবার প্রথম থেকে ডাউনলোড করতে হয়। এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কার্যকরী জিনিস হচ্ছে যে কোন ডাউনলোড ম্যানেজার সফ্টওয়্যার ব্যবহার করা। এইসব সফ্টওয়্যার ব্যবহার করলে আপনি ইচ্ছা করলে Download Pause করে আবার Resume করতে পারবেন। অর্থাৎ ডাউনলোড চলাকালীন সময়ে সাময়িক বন্ধ করে আবার পুনরায় চালু করতে পারবেন এবং ডাউনলোড স্পীড পাবেন ব্রাউজারের তুলনায় মোটামুটি অনেক বেশি।বুঝতেই পারছেন আমি ডাউনলোড ম্যানেজারের কথা বলছি।ডাউনলোড ম্যানেজারের কথা আমার মনে হয় এর সুবিধা সবাই জানে তার কিছু উল্লেক করলাম।ডাউনলোড ম্যানেজারের মধ্যে আমার পছন্দ অবশ্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার।এই ডাউনলোড ম্যানেজার আপনি সারা বছর ব্যাবহার করতে পারবেন কারন এখানে crack ফাইল সহকারে। তবে হ্যাঁ আপনাকে কিছুই করতে হবে না । শুধু ফাইল টি আনযিপ করে ওপেন করলেই হবে। তো আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন ।