বাংলা লেখার কিছু পরিচিতি সমস্যার মধ্যে একটি হল বাংলা ফন্ট প্রবলেম।

পোস্ট  বার দেখা হয়েছে
আমারা অনেকেই মজিলা ফায়ারফক্স ব্যাবহার করে থাকি।সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার এর মধ্যে মজিলা ফায়ারফক্স এর অবস্থান অন্নতম।যারা উইন্ডোজ ৭ এ avro ব্যাবহার করে তাদের মজিলা ফায়ারফক্স এ মাজে বাংলা লেখা স্পষ্ট ভাবে দেখা যায়না।যেমনঃবাংলা ফন্ট হিজিবিজি দেখায়।

অনেকেই এই সমস্যার ফলে নানারকম বিভ্রান্তিতে পরে।তখন তারা অন্যান্য ব্রউজার ব্যাবহার করে।কিন্তু আপনি চাইলে অতি সহজে এই সমস্যার সমাধান করতে পারেন। সমস্যার সমাধান সিস্টেমঃ  

১) ১ম এ আপনার ফায়ারফক্স এর Tools মেনুতে যান এবং Options সিলেক্ট করেন।







২) এখন Content সিলেক্ট করেন।
৩) ফন্ট অ্যাড কালার সেকশন থেকে Advanced সিলেক্ট করুণ।


৪) এখানে FONTS For অপশন থেকে Bengali সিলেক্ট।
৫) চিত্র অনুযায়ী proportional serif, serif, sans-serif, Monospace Siyam Rupali ফন্ট নির্বাচন করে দিন।





৬) Default Character Encoding এ চিত্র অনুযায়ী UNICODE(UTF-8) নির্বাচন করে OK তে ক্লিক করে বেরিয়ে আসুন।
৭) এবার ফায়ারফক্স Restart করুণ এবং দেখেন আপনার বাংলা ফন্ট ঠিক হয়ে গেছে।
 

 









পোস্ট লেখক:

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না। তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে! কারণ একটা ভাল মন্তব্য লেখক কে ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !


0 comments:

Social Media Exchange Website - Likenation
The Most Popular Traffic Exchange

Powered by APSense Business Network