কিভাবে সম্পূর্ন ফ্রিতে একটি ফ্রি টুলবার বানাবেন
4:24 PM
Posted by
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রথমে আপনি এখানে ক্লিক । নিচের ছবির মত একটি পেজ আসবে। এবার
Create a toolbar
ক্লিক করুন । এখন আপনি আপনার ইমেল এড্রেস লিখুন এবং
No , I am a New User
সিল্কেট করে কনটিনিউ বাটনে ক্লিক করুন। ওরা আপনাকে একটি ভেরিফিকেশন ইমেল পাঠাবে। আপনি এবার আপনার ইমেল একাউন্ট থেকে মেলটি ভেরিফিকেশন করুন। ব্যস হয়ে গেল অর্ধেক কাজ।ইমেল ভেরিফিকেশন হলে আপনার কাছে পাঁচওয়ার্ড চাইবে আপনি আপনার পছন্দ মত পাঁচওয়ার্ড দিয়ে ওকে করুন। এরপর আপনার টুলবার কি নামে বানাতে চান সেই নাম দিয়ে ওকে করুন। ব্যাস হয়ে গেল আপনার টুলুবার।এখন আপনি ছাইলে আপনার টুলবার এর লোগো পরিবর্তন
করতে পারেন।এবার একে একে আপনি যোগ করুন
Link Button থেকে আপনার ওয়েব সাইটের লিং।
Search Field, RSS field , Menu Button. এছাড়া আপনি এখানে যোগ করতে পারবেন আপনার ফেসবুক ফ্যান পেজ, টুইটার পেজ, গুগল পেজ ইত্যাদি।তারপার পাবলিশ করুন।আপনি ইচ্ছে করলে বারবার প্রিভিউ দেখে নিতে পারেন এটি কেমন হচ্ছে। অত:পর যেমন ইচ্ছা এডিট করেতে পারেন।আপনি এখানে যোগ করতে পারবেন আপনার ওয়েবসাইটের লগো, ফেবাইকোন ইত্যাদি। তারপার ডাউনলোড কোড নিয়ে বসিয়ে দিন আপনার সাইটে। ব্যাস হয়ে গেল আপনার টুলবার।ভালোলাগলে কমেন্ট করুন আরো কিছু যেন লিখতে পারি। ইচ্ছে হলে দেখে
আসতে পারেন আমার টুলবার টি
এথানে থেকে ।আর
ডাউনলোড করতে ছাইলে এখানে ক্লিক ডান পাশ থেকে Any Need নামে
টুলবার আছে , ঐ খান থেকে ডাউনলোড এ ক্লিক ।
Admin সম্পর্কে: হাই বন্ধু, আমি মোঃ কামাল হোসেন , এই ব্লগে অনলাইন থেকে অর্থ উপার্জন সম্পর্কে অনেক জোরালো আলোচনা করা হয়েছে। এ ছাড়া ও রয়েছে ব্লগিং, পিসি সমস্যার সমাধান, ব্লগার-উইজেট, ইত্যাদি। আমার উদ্দেশ্য, আমি যা কিছু জানি তা আপনাদের মাঝে প্রদান করা হবে এই ব্লগের মাধ্যম ... আমার সম্পর্কে আরো পড়ুন।
Follow me on Google+, Twitter, Facebook