অনলাইনে টাকা আয় করতে চান তাহলে আপনাকে নিচের বিবরন জানতে হবে
পোস্ট বার দেখা হয়েছে
আজ আমি আপনাদেরকে অনলাইন এর ব্যাপারে কিছু কথা
বলবো,নতুনদের কাজে লাগতে পারে।ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়
বিবিন্ন জায়গায় পোস্ট দেখা যায়।সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়?
হ্যাঁ যায় তবে স্বপ্নের মত আয় করা যায় না।অনেক শ্রম করে
আয় করতে হয়।নবাবের অলসের মত শুয়ে শুয়ে ডলার ত দুরের কথা, এক কাপ চা ও আপনাকে কেউ
দিবেনা ।নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন।আপনাকে বেছে নিতে হবে কোন পথে আপনি
এগুবেন।ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে।আবার প্রতারক ফাঁদ ও আছে।তাই সাবধানতার সাথে বুঝে শুনে
আপনাকে পথ চলতে হবে।আমি এখানে আপনাদের কিছু সঠিক পথ দেখানর চেষ্টা করবো।তবে এক এক
ক্লিক এ ১ ডলার বা সাইনআপ করেই ৫ ডলার নিয়ে নিন।এমন কিছু একানে পাবেন না। যারা
রাতারাতি বড় হতে চান তারা তাদের মূল্যবান সময় নষ্ট করবেন না।আমার পোস্ট পরে।
১ম এ টাকা উত্তলনের বিষয়ে আলোচনা করবো কারন এটি সবচেয়ে
গুরুত্বপূর্ণ।
টাকা উত্তলনের কয়েকটি পথ আছে নিছে তা উল্লেখ করলাম।
1. Check
2. Pioneer
Debt Master Card
3. Money
Bookers
4.Payza
5. Western
union
6. Bank Wire
Transfer
7. Visa Card
8. PayPal
এইগুলো ছাড়া ও অনন্যা ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে ও টাকা আনতে পারেন।
এখানে বোঝার বিষয় হচ্ছে এক একটি প্রতিষ্ঠান এক এক ভাবে টাকা প্রদান করে থাকে।
যেমন কিছু সাইট আছে তারা PayPal এ টাকা প্রদান করে থাকে।কিন্তু বাংলাদেশে PayPal
ভালো বন্ধু নয়।কারন বাংলাদেশে মানি লনডারিং আইনে PayPal সাপোর্ট করেনা।
কিন্তু প্রতিষ্ঠান থেকে আপনি চেক পেতে পারেন যেমন গুগল।আপনি যদি গুগল এডসেন্সে
এ কাজ করেন। তাহলে চেক এর মাধ্যমে টাকা পাবেন।এক কোথায় PayPal ছাড়া
সবগুলো আমাদের দেশের জন্য সহায়ক।কাজ শুরুর পূর্বে আপনি জেনে নিবেন কোন পথে টাকা
নিয়ে আসা আপনার জন্য ভালো হবে।
টাকা আয়ের কয়েকটি পথঃ-
১) আপনার সাইট বা ব্লগ এ বিজ্ঞাপন প্রদশন করিয়ে।
২) Freelancing
৩)Graphics Competition
৪)টেম্পলেট বিক্রয়।
৫)গ্রাফিক্স ডিজাইন বিক্রয়।
৬)এনিমেশন বিক্রয়।
৭)ভিডিও ফুটেজ বিক্রি করে।
৮)আটিকেল লিখে বা রিভিউ লিখে।
৯)ফাইল শেয়ার বা আপলোড করে।
১০)ট্যাক্স লিংক সংযোগ করে (Text-link-ads)।
ইত্যাদি পথ রয়েছে অনলাইন থেকে আয়ের।আজ আর না অন্য দিন আবার আলোচনা
করবো উপরের এই গুলো নিয়ে ।